১. প্রকল্পের নাম | : | তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ শীর্ষক প্রকল্প। |
২ ক) বাস্তবায়নকারী মন্ত্রণালয় খ) বাস্তবায়নকারী সংস্থা | : :
| কৃষি মন্ত্রণালয় তুলা উন্নয়ন বোর্ড
|
৩. উদ্দেশ্য | : | প্রধান উদ্দেশ্য: তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা সামর্ধ্য বৃদ্ধি করা সুনিদিষ্ট উদ্দেশ্যাবলী -স্বল্প মেয়াদী এবং অধিক ফলনশীল জাতের উদ্ভাবন। -হাইব্রিড এবং বিটি কটন জাত উদ্ভাবন। -গবেষণাগার তৈরি এবং তুলা উন্নয়ন বোর্ডের তুলা গবেষণা খামার/সেন্টারের গবেষণাগারের সুযোগ সুবিধার উন্নয়ন। -গ্রীন হাউজ তৈরি করে শ্রীপুর এবং মাহিগঞ্জ খামারে নিয়ন্ত্রিত পরিবেশে গবেষণা কার্যক্রম সম্পাদন। -তুলার জার্মপ্লাজম সংরক্ষনের জন্য জিন ব্যাংক প্রতিষ্ঠা। -প্রতিটি গবেষণা খামার/সেন্টারে এবং তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরে একটি করে গ্রন্থাগার প্রতিষ্ঠা করা। -প্রতিটি গবেষণা খামার/সেন্টারে সীমানা প্রাচীর তৈরি করা। -প্রযুক্তি উন্নয়ন এবং পারটিসিপেটরী গবেষণার মাধ্যমে চাষী পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের সুযোগ করে দেয়া। প্রশিক্ষণ, সেমিনার, কর্মশালা, স্টাডিটুর, মতবিনিময়, পরিদর্শন এবং তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, মাঠ পর্যায়ে কর্মরত সম্প্রসারণ কাজে নিয়োজিত কটন ইউনিট অফিসার, স্টোর-কাম ফিল্ডম্যান এবং কৃষকদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করন। |
৪. প্রকল্প এলাকা
| :
| গবেষণা খামার/কেন্দ্রগুলোতে আধুনিক ও নুতন প্রযুক্তি সৃষ্টি করতে হবে এবং অনফার্ম/পার্টিসিপেটরী গবেষণার মাধ্যমে সৃষ্ট নুতন প্রযুক্তি তুলা উন্নয়ন বোর্ডের জোন এলাকায় বাস্তবায়ন করতে হবে। এলাকাগুলো হলো- -তুলা গবেষণা, প্রশিক্ষন ও বীজ বর্ধন খামার, শ্রীপুর (গাজীপুর), সদরপুর (দিনাজপুর) এবং জগদ্বীশপুর (যশোর) এবং তুলা গবেষণা কেন্দ্র, মাহিগঞ্জ, রংপুর ; -পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্র, বালাঘাটা, বান্দরবান এবং সাবসেন্টার কাউখালী (রাঙামাটি), রাইসা (বান্দরবান) এবং মাটি রাঙা (খাগড়াছড়ি) এবং যশোর, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, রাঙামাটি, বান্দরবন জোন এবং তুলা চাষের উপযোগী অন্যান্য এলাকা। |
৫. প্রাক্কলিত ব্যয় | : | ক) মোট ১২৮৬.৬১ লক্ষ টাকা খ) অর্থের উrস :জিওবি
|
৬. প্রকল্প অনুমোদনের তারিখ | : | পরিকল্পনা কমিশন কর্তৃক ৩০ জুন ২০১১ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS