Wellcome to National Portal
Main Comtent Skiped

Citizen Charter

নাগরিক সেবা

তুলা উন্নয়ন বোর্ড

১. তুলা উন্নয়ন বোর্ডের সিটিজেন চার্টার

তুলা উৎপাদনের উন্নত প্রযুক্তি উদ্ভাবন ও চাষিদের নিকট হস্তান্তর এবং তুলাবীজ ও অন্যান্য উপকরণ সরবরাহের ব্যবস্থা করে তুলা উৎপাদনে চাষিদের সহায়তা প্রদানে তুলা উন্নয়ন বোর্ড অংগীকারাবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নের জন্য তুলা উন্নয়ন বোর্ড নিম্নোক্ত কার্যক্রমসমূহ সম্পাদন করে থাকে।

তুলা উন্নয়ন বোর্ডের কার্যক্রমসমূহ

  • তুলার উন্নত জাত ও উৎপাদন প্রযুক্তি উদ্ভাবনের লক্ষ্যে গবেষণা কার্যক্রম পরিচালনা ;
  • তুলাচাষের জন্য চাষিদের উদ্বুদ্ধ করা এবং তুলার ফলন বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি চাষিদের নিকট হস্তান্তরের জন্য সম্প্রসারণ কার্যক্রম পরিচালনা ;
  • তুলাচাষি এবং তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা/ কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান ;
  • আধুনিক প্রযুক্তি তুলাচাষিদের হাতে কলমে শিক্ষাদানের জন্য প্রদর্শনী ক্ষেত্র স্থাপন ;
  • তুলা উন্নয়ন বোর্ডের খামারসমূহে মৌল বীজ ও ভিত্তি বীজ উৎপাদন ;
  • মাঠ পর্যায়ে চুক্তিবদ্ধ/তালিকাভুক্ত চাষিদের মাধ্যমে মানসম্পন্ন তুলাবীজ উৎপাদন ;
  • তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক উৎপাদিত তুলাবীজ ও বেসরকারীখাতকে উৎসাহিত করে বীজ কোম্পানীর সহায়তায় চাষিদের উন্নত মানের তুলাবীজ সরবরাহ নিশ্চিত করা ;
  • তুলাচাষিদের ঋণ ও অন্যান্য উপকরণ প্রাপ্তিতে সহায়তা প্রদান ;
  • চাষি পর্যায়ে উৎপাদিত বীজতুলা বাজারজাতকরণে সহায়তা প্রদান এবং চাষিদের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিতকরণে ; এবং
  • দেশজ উৎপাদিত তুলা দ্বারা বস্ত্রশিল্পের চাহিদার একটা অংশ পূরণ করে বৈদেশিক মুদ্রা খরচ যথাসম্ভব কমানো।

তুলা উন্নয়ন বোর্ড কর্তৃক প্রদত্ত সেবাসমূহ

  • তুলার অধিক ফলন লাভের জন্য ক্ষতিকর পোকা-মাকড় ও রোগবালাই দমন, সুষম সার প্রয়োগ, আন্তঃফসল চাষ, শস্য- বিন্যাসসহ উদ্ভাবিত বিভিন্ন উন্নত প্রযুক্তি সম্প্রসারণ ;
  • তুলা চাষের উন্নত প্রযুক্তি হস্তান্তরের লক্ষ্যে চাষি, মাঠকর্মী, কর্মকর্তা ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণ প্রদান ;
  • তুলা চাষ এবং উন্নত প্রযুক্তি সম্পর্কে চাষিদের আগ্রহ সৃষ্টি ও উদ্বুদ্ধ করার জন্য দলীয় আলোচনা, মাঠ দিবস ও চাষি সমাবেশ অনুষ্ঠান এবং প্রর্দশনী প্লট স্থাপন ;
  • তুলাচাষ সম্প্রসারণ ও তুলা চাষের উন্নত প্রযুক্তির যথাযথ ব্যবহারে চাষিদের সহায়তা প্রদানের জন্য নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ প্রদান ;
  • চাষিদের উন্নত মানের তুলাবীজ সরবরাহ এবং বিভিন্ন  কৃষি উপকরণ ও ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান ;
  • তুলার উচ্চ ফলনশীল, স্বল্পমেয়াদী এবং পোকা-মাকড় ও রোগবালাই সহনশীল জাতের গবেষণা ও বীজের বাজারজাতকরণে ব্যক্তি/প্রতিষ্ঠানকে কারিগরী সহায়তা প্রদান ;
  • চুক্তিবদ্ধ/নির্বাচিত চাষিদের উৎপাদিত প্রত্যায়িত মানের/ মানসম্পন্ন বীজতুলা ক্রয় এবং সাধারণ তুলা চাষিদের উৎপাদিত বীজতুলার বাজারজাতকরণে সহায়তা প্রদান ;
  • বস্ত্রশিল্পে উন্নত মানের আঁশতুলার যোগানে সহায়তা প্রদান এবং বেসরকারী খাতে জিনিং শিল্প বিকাশে উৎসাহ প্রদান;
  • আশেঁর গুনাবলী যেমন- দৈর্ঘ্য, শক্তি, পূরুত্ব, পরিপক্কতা এবং সমরূপতা নির্ণয়ে সহায়তা প্রদান;
  • তুলা থেকে উৎপাদিত বিভিন্ন উপজাত প্রক্রিয়াজাতকরণ ও বহুমূখী ব্যবহারোপযোগী পণ্যে রূপান্তরে কারিগরী সহায়তা প্রদান;
  • তুলা চাষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এবং
  • তুলা উৎপাদন ও গবেষণা বিষয়ক যে কোন তথ্য প্রদান।

তুলা উন্নয়ন বোর্ডের সেবা প্রাপ্তির স্থানসমূহ

তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তর, খামারবাড়ী, ফার্মগেট, ঢাকা ;

  • তুলা উন্নয়ন বোর্ডের আঞ্চলিক কার্যালয়সমূহ (যশোর, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম) ;
  • তুলা উন্নয়ন বোর্ডের জোনাল কার্যালয়সমূহ (যশোর, কুষ্টিয়া, রাজশাহী, বগুড়া, রংপুর, ঢাকা,ময়মনসিংহ, রাঙ্গামাটি ও বান্দরবান);
  • তুলা উন্নয়ন বোর্ডের জোনাল কার্যালয়ের অধীনস্থ তুলা উন্নয়ন কর্মকর্তার কার্যালয় এবং ইউনিট কার্যালয়সমূহ ;
  • তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা কেন্দ্র/খামারসমূহ-

- তুলা গবেষণা, প্রশিক্ষণ ও বীজ বর্ধন খামার, শ্রীপুর (গাজীপুর), জগদীশপুর (যশোর)ও সদরপুর (দিনাজপুর) ;

- তুলা গবেষণা কেন্দ্র, মাহিগঞ্জ, রংপুর;

- পাহাড়ি তুলা গবেষণা কেন্দ্র, বালাঘাটা (বান্দরবান) এবং পাহাড়ি তুলা গবেষণা উপকেন্দ্র, রেইছা (বান্দরবান), কাউখালি(রাঙ্গামাটি) ও মাটিরাঙ্গা (খাগড়াছড়ি)।

৩. তুলা উন্নয়ন বোর্ডের সেবা প্রদান/কার্য সম্পাদনের সময়সীমা বা চার্টার অব ডিউটিজ

ক্রঃ নং

সেবা/কার্যাদি

সেবা প্রদানকারী কার্যালয়

সেবা গ্রহণকারী

সেবা প্রাপ্তির সময়সীমা

১।

তুলাচাষ সম্প্রসারণ সেবা ও প্রচার প্রচারণা

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

সম্ভাব্য তুলা চাষি

সারা বছর

বা যখন প্রয়োজন

২।

তুলা চাষের জন্য উপযুক্ত জমি জরিপ, আগ্রহী চাষিদের তালিকাভুক্তকরণ, দলীয় আলোচনা ও ব্যক্তিগত যোগাযোগ স্থাপন

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

সম্ভাব্য তুলা চাষি

মার্চ - জুন

৩।

তুলা চাষে চাষীদের উদ্বুদ্ধকরণের জন্য বপন পূর্ব চাষী সমাবেশ/প্রশিক্ষণ দান

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

সম্ভাব্য তুলাচাষি

মার্চ - জুন

৪।

নির্বাচিত তুলা চাষি প্রশিক্ষণ

তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা খামারসমূহ

নির্বাচিত তুলা চাষি

মে - জুন

৫।

মানসম্পন্ন বীজ উৎপাদনের লক্ষ্যে চুক্তিবদ্ধ চাষি প্রশিক্ষণ

তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা খামারসমূহ

চুক্তিবদ্ধ তুলাচাষি

সেপ্টেম্বর-অক্টোবর

৬।

জোন/ইউনিট পর্যায়ে চাষি প্রশিক্ষণ

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

তুলাচাষি

সেপ্টেম্বর-নভেম্বর

৭।

কর্মকর্তা ও মাঠকর্মী প্রশিক্ষণ

তুলা উন্নয়ন বোর্ডের গবেষণা খামারসমূহ

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী

এপ্রিল-মে এবং সেপ্টেম্বর-অক্টোবর

৮।

সমতল এলাকায় চাষিদের মানসম্পন্ন  তুলাবীজ সরবরাহ

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

তুলাচাষি

জুলাই-আগস্ট মাস

৯।

পার্বত্য এলাকায় চাষিদের মানসম্পন্ন  তুলাবীজ সরবরাহ

তুলা উন্নয়নবোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

তুলাচাষি

মধ্য মার্চ-এপ্রিল

১০।

তুলার প্রদর্শণী ক্ষেত্র স্থাপন

তুলা উন্নয়নবোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

তুলাচাষি

এপ্রিল-মে এবং জুলাই-আগস্ট

১১।

চুক্তিবদ্ধ /প্রদর্শনী ক্ষেত্র স্থাপনকারী চাষিদের নিকট উপকরণ সরবরাহ

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

চুক্তিবদ্ধ/ প্রদর্শনী ক্ষেত্র স্থাপনকারী তুলাচাষি

এপ্রিল-আগস্ট

১২।

জোন/ইউনিট পর্যায়ে চাষি প্রশিক্ষণ

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

তুলাচাষি

সেপ্টেম্বর-নভেম্বর

১৩।

তুলাচাষের জন্য বিভাগীয় ঋণ বিতরণ

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

নির্বাচিত তুলাচাষি

জুলাই-অক্টোবর

১৪।

তুলাচাষের জন্য চাষিদের ব্যাংক ঋণ ও উপকরণ প্রাপ্তিতে সহায়তা প্রদান

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

তুলাচাষি

জুলাই-অক্টোবর

১৫।

মানসম্পন্ন  বীজ উৎপাদনের লক্ষ্যে পার্বত্য এলাকার চাষিদের নিকট থেকে বীজতুলা ক্রয়

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

নির্বাচিত/ তালিকাভুক্ত তুলাচাষি

নভেম্বর-জানুয়ারি

১৬।

মানসম্পন্ন  বীজ উৎপাদনের লক্ষ্যে সমতল এলাকার চাষিদের নিকট থেকে বীজতুলা ক্রয়

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

চুক্তিবদ্ধ/ তালিকাভুক্ত তুলাচাষি

জানুয়ারি-মার্চ

১৭।

তুলা উৎপাদনের জন্য চাষিদের কারিগরী পরামর্শদান

তুলা উন্নয়ন বোর্ডের জোনাল ও ইউনিট কার্যালয়সমূহ

তুলাচাষি

মার্চ-ফেব্রুয়ারি

১৮।

তুলা উৎপাদন সংক্রান্ত তথ্যাদি প্রদান।

তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তর, ঢাকা

তুলাচাষি, সরকারী/

বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠান

তুলা ব্যবসায়ী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক

৩ দিন

১৯।

তুলা গবেষণা সংক্রান্তত তথ্যাদি প্রদান।

তুলা উন্নয়ন বোর্ড

সদর দপ্তর, ঢাকা

তুলাচাষি, সরকারী/

বেসরকারী সংস্থা বা প্রতিষ্ঠান

তুলা ব্যবসায়ী এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক

৫-৭ দিন

২০।

টাইম স্কেল প্রদান

তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তর, ঢাকা

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী

৪৫ দিন

২১।

জিপিএফ অগ্রিমের আবেদন নিষ্পত্তিকরণ

তুলা উন্নয়ন বোর্ড সদর দপ্তর, ঢাকা

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী

৫ দিন

২২।

গৃহ নির্মাণ, কার, মোটর সাইকেল, কম্পিউটার ক্রয়ের  অগ্রিম ঋণ মঞ্জুরীর আবেদনপত্র অগ্রায়ন

তুলা উন্নয়ন বোর্ড

সদর দপ্তর, ঢাকা

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী

মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময় সীমার মধ্যে

২৩।

চিকিৎসা সাহায্য মঞ্জুরীর আবেদন এবং চাকুরীর দরখাস্ত অগ্রায়ন

তুলা উন্নয়ন বোর্ড

সদর দপ্তর, ঢাকা

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী

৭ দিন

২৪।

বেতন সমতাকরণ ও বার্ষিক বর্ধিত বেতন মঞ্জুরীর আবেদন নিষ্পত্তিকরণ

তুলা উন্নয়ন বোর্ড

সদর দপ্তর, ঢাকা

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী

৭ দিন

২৫।

অফিস সরঞ্জাম ও মালামাল ক্রয়ের আবেদন/প্রস্তাব (দরপত্র আহবান ব্যতিত) নিষ্পত্তিকরণ

তুলা উন্নয়ন বোর্ড

সদর দপ্তর, ঢাকা

তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরের বিভিন্ন শাখা/

অধীনস্থ কার্যালয়সমূহ

১৫ দিন

২৬।

অন্য যে কোন আবেদন

তুলা উন্নয়ন বোর্ড, সদর দপ্তর, ঢাকা

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী

৭ দিন

২৭।

অভিযোগের প্রাপ্তি স্বীকার

ফোকাল পয়েন্ট এবং তুলা উন্নয়ন বোর্ডের অধীনস্থ সংশ্লিষ্ট কার্যালয়ের প্রধান

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী,

তুলাচাষি ও জনসাধারণ

৭ দিন

২৮।

অভিযোগকারীর নিকট

অন্তর্বর্তীকালিন জবাব প্রেরণ

ফোকাল পয়েন্ট এবং তুলা উন্নয়ন বোর্ডের অধীনস্থ সংশ্লিষ্ট কার্যালয়ের প্রধান

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী,

তুলাচাষি ও জনসাধারণ

২১ দিন

২৯।

অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি

ফোকাল পয়েন্ট এবং তুলা উন্নয়ন বোর্ডের অধীনস্থ সংশ্লিষ্ট কার্যালয়ের প্রধান

তুলা উন্নয়ন বোর্ডের

কর্মকর্তা-কর্মচারী,

তুলাচাষি ও জনসাধারণ

৯০ দিন

 

৪. অভাব-অভিযোগের প্রতিবিধান

  • উপ-পরিচালক (সদর দপ্তর), তুলা উন্নয়ন বোর্ড, খামারবাড়ি, ঢাকা  ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি অভাব-অভিযোগসমুহের প্রতিবিধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন ;
  • প্রতি বুধবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত সর্ব সাধারণ তাদের অভাব-অভিযোগের প্রতিবিধানের জন্য উপ-পরিচালক (সদর দপ্তর) এর সাথে সাক্ষাত করতে পারবেন ;
  • তুলা উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও কর্মচারীগণ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ফোকাল পয়েন্ট এর নিকট অভিযোগ দাখিল করতে পারবেন ;
  • বেসরকারী সংস্থার অভিযোগ ফোকাল পয়েন্ট এর নিকট সরাসরি অথবা ই-মেইল ed@cdb.gov.bd এর মাধ্যমে দাখিল করা যাবে

৫. ফোকাল পয়েন্ট

উপ-পরিচালক (সদর দপ্তর)

নির্বাহী পরিচালকের কার্যালয়

তুলা উন্নয়ন বোর্ড, খামারবাড়ি

ফার্মগেট, ঢাকা-১২১৫।

ফোন নং-  ০২-৯১০২২৭৫

ফ্যাক্স-     ৮১১৪৭৪৩

ই-মেইল-  ddhq@cdb.gov.bd

ওয়েবসাইট-www.cdb.gov.bd